ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙতে যাওয়া পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ই-মেইলের বরাতে শনিবার (৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত সপ্তাহে ৪৫টি জাহাজে করে প্রায় ৫০০ অধিকারকর্মী গাজার কাছাকাছি যান। ওই সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে প্রায় ১৪১ জনকে দখলদার ইসরায়েল ছেড়ে দিয়েছে। বাকিদের নেগেভের কেৎজিওত কারাগারে আটকে রেখেছে ইসরায়েল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাকে অপহরণ করে ইসরায়েলি কারাগারে আটকে রাখা হয়েছে।
সুইডিশ মন্ত্রণালয় থুনবার্গের সহযোগীর কাছে ই-মেইলে লিখেছে, ‘আমাদের দূতাবাস গ্রেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল। তিনি পানিশূন্যতার কথা জানিয়েছেন। এ ছাড়া তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এ ছাড়া ছারপোকার কারণে শরীরে র্যাস দেখা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কারাগারের অবস্থা খুব খারাপ। এ ছাড়া শক্ত জিনিসের ওপর তাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে।’
সুইডিশ মন্ত্রণালয় আরও বলেছে, ‘আরেক বন্দি তার দেশের দূতাবাসকে জানিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন গ্রেটা থুনবার্গকে ছবি তোলার জন্য একটি পতাকা হাতে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। এসব ছবি বাইরে ছড়ানো হয়েছে কি না তিনি তা জানতে চেয়েছেন।’