ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৩৫ এএম
ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে একটি ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটির পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটি ছিল অগভীর, ফলে এর কম্পন ছিল আরও বেশি অনুভূতিযোগ্য।

তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। 

কোথায় ছিল ভূমিকম্পের কেন্দ্র?

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণে এবং এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার। shallow-depth earthquake হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে, যার ফলে ভূকম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয় এবং ভূমির উপর ক্ষতির আশঙ্কাও বেশি থাকে।

ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ১২৯ কিলোমিটার উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে এই সতর্কতা কার্যকর থাকবে।

তবে আলাস্কার বাইরের অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো সুনামি হুমকি না থাকায়, তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয়নি।

আলাস্কা মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার নামক ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ অঞ্চলের অংশ। এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি।

এর আগেও আলাস্কা ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা লাভ করেছে। ১৯৬৪ সালের মার্চে সেখানে ৯ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড হয়েছে। ওই ঘটনায় অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়ে যায় এবং ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। সে সময় বিশাল সুনামি আছড়ে পড়ে আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে।

২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তবে তৎকালীন ঘটনায় তেমন বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিন্তু এবারের ভূমিকম্পে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।