মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহণ করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শিগগিরই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি : আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।’
ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্য বলছে, তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
ইতিমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যের’ তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর ওপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কি না সেটি নিশ্চিত নয়।
মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৮৩ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও ১৫ হাজার সেনা জড়ো করেছে তারা।

