খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় এবং ওজন কমানোর অভিযোগে যাদব ঘোষ ডেয়ারির মিষ্টান্ন কারখানার মালিক ব্রজেন্দ্র ঘোষকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন নেতৃত্বে পরিচালিত এই অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় করা হয়।
আদালতের প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল। এ ছাড়া পেশকার তুহিন, আনসার সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘জনস্বার্থে খাদ্যের গুণগত মান ও সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন