বগুড়ার ধুনটে পূর্ব-শক্রতার জের ধরে মুঞ্জু মিয়া নামের এক শারীরিক প্রতিবন্ধীর ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় প্রতিবন্ধী মুঞ্জু মিয়ার মা মনিজা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষের পাঁচ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
প্রতিবন্ধী মুঞ্জু মিয়া জানান, ‘আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে জীবিকা নির্বাহের জন্য শয়ন ঘরের এক কুঠুরিতে ছোট একটি মুদি দোকান করেছি। আমার শারীরিক অক্ষমতার সুযোগে প্রতিবেশী খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে আমার মুদি দোকান ভেঙে দেওয়ার পাঁয়তারা করে আসছিল। গত রবিবার খায়রুল ইসলাম ও তার সহযোগীরা আমার শয়ন ঘর ও দোকানের বেড়া ভেঙে দিয়ে ইটের দেওয়াল নির্মাণ করতে থাকে। এ সময় আমার মা মনিজা খাতুন প্রতিবাদ করলে খায়রুল ও তার সহযোগীরা আমার মাকে মারধর এবং শয়ন ঘর ভাঙচুরসহ দোকানের ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।’
খায়রুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জায়গায় প্রতিবন্ধী মুঞ্জু ঘর নির্মাণ করে বসবাস করায় আমি ভেঙে দিয়ে ইট দিয়ে দেওয়াল দেওয়ার চেষ্টা করেছি।’
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন