৬০০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সাধারণ মানুষ যাতে সুলভে ইলিশ মাছের স্বাদ নিতে পারে, সেই লক্ষ্যে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা শহরের কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা।
এসময় উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে সাড়ে চারশ থেকে সাড়ে আটশ গ্রাম ওজনের ইলিশগুলো ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, প্রচলিত বাজারে ইলিশের দাম কমানো কঠিন, তাই মধ্যস্বত্বভোগীদের দূরে রেখে সরকার এই উদ্যোগ নিয়েছে।
ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন