‘দেশে কিছু পণ্যের দাম বাড়বে, কমবে। পেঁয়াজ, চালের দাম বেড়েছে। একসঙ্গে সব কিছুর দাম বাড়বে না। তবে অনেকে ভাবনা যে চালের দাম হাজার টাকা হয়েছে। আমরা অর্থনীতিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি, এ জন্য কিছু পণ্যের দাম বাড়বে কমবে’ বলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ।
একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘এখন থেকে সারা বছর দেয়া যাবে রিটার্ন। সে জন্য নির্দিষ্ট দিনের পরে ২ শতাংশ হারে সুদ দিতে হবে। ৩১ জানয়ারি পরে বন্ধ হচ্ছে না, সারা বছর চলবে।’
‘অনলাইনে এখন পর্যন্ত ১২ লাখ রিটার্ন জমা দিয়েছে, এটা ১৪ লাখ হওয়ার সম্ভাবনা আছে’ বলেন আব্দুর রহমান। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে (এনবিআর) এসব কথা বলেন তারা।
সালেহউদ্দীন আহমেদ বলেন, ব্যবসায়ীদের আয়ের কিছু অংশ সরকার নিচ্ছে, পুরো নয়। যা নিচ্ছে তা বিনিয়োগও করছে। আমাদেরও ভুল-ত্রুটি আছে। সমালোচনারও দরকার আছে। তবে এই সময়ে একটু পজেটিভ হিসেবে দেখতে’ বলেন তিনি। একই সঙ্গে আরোপিত শুল্কহার নিয়েও কথা বলেন সালেহউদ্দীন আহমেদ।
চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘একটি সময় সময় ছিল এনবিআর শুধু টাকা আদায় করতো। এখন অন্যখাত থকে আয় আসছে। এনবিআর শুধু রাজস্ব আদায় নয়, জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পণ্যের আমদানী-রফতানীতে বিধি-নিষেধ দেয়।’
কাস্টমস পদ্ধতি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস।
বিশ্বব্যাপী বাণিজ্য উদারিকরণের অংশ হিসেবে পণ্য আমদানিতে শুল্ক হার হ্রাস পেলেও কাস্টমসের গুরুত্ব কোন অংশেই হ্রাস পায়নি। বরং দেশের সার্বিক নিরাপত্তা, নাগরিক স্বাস্হ্য ও পরিবেশের সুরক্ষা, আমদানি পণ্যের মান নিয়ন্ত্রণ, রপ্তানিকে উৎসাহিতকরণসহ বাণিজ্য সহজীকরণে অপরিহার্য ভূমিকার জন্য কাস্টমসের গুরুত্ব পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের ১৮৬টি সদস্য দেশ বিপুল উৎসাহ উদ্দীপনা এবং গুরুত্বের সাথে একযোগে দিবসটি পালন করে থাকে। জাতীয় রাজস্ব বোর্ডে কেন্দ্রীয়ভাবে এবং ঢাকাসহ সারা দেশের সকল মাঠ পর্যায়ের দপ্তরে স্থানীয়ভাবে দিবসটি রোববার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
 

 
                            -20250126131344.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন