ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আমরা কোনো জোট করছি না, ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৮:২৩ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে ‘জোট গঠনের’ গুঞ্জন ওঠলেও তা নাকচ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা কোনো জোট করছি না।’

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই উদ্যোগটা পুরোপুরি চীনের, এবং তা রাজনৈতিক নয়, বরং অফিসিয়াল পর্যায়ে হয়েছে। মূল আলোচনাগুলো ছিল যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য বৃদ্ধির বাস্তবমুখী বিষয় নিয়ে। কোনো জোট গঠনের আলোচনাই সেখানে হয়নি।’

তিন দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় এক প্রদর্শনীর সাইডলাইনে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা কেবল একটি বাস্তব সুবিধা তৈরির সুযোগ ছিল। এটাকে অতিরঞ্জিত করে দেখা উচিত নয়।’

বৈঠকে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাব আসে। তবে তিন দেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়বস্তুর ভিন্নতা থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ আদৌ জোট গঠনের বিষয়টি অস্বীকার করছে কি না। 

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ডিনাই করার কিছু নেই। আমরা যা বলেছি, তাতেই পরিষ্কার হয়ে যায় যে, এটা কোনো কাঠামোগত বা বড় পরিসরের উদ্যোগ ছিল না। প্রত্যেক দেশ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছে।’

ত্রিপক্ষীয় এই উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘একেবারেই না। এটার কোনো লক্ষ্যবস্তু নেই। এটি নিছক পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের জন্য। যদি ভারত, নেপাল বা অন্য কোনো দেশও এ ধরনের সংলাপ চায়, আমরাও আগ্রহী। কালকেই করতে রাজি।’

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু অংশগ্রহণকারী দেশগুলো চীন ও পাকিস্তান, তাই হয়তো হঠাৎ এমন আলোচনা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে এখানে বাড়তি কল্পনার কিছু নেই।’