ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ভারতের চিকিৎসক দল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, চার সদস্যের এই চিকিৎসক দলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স। সন্ধ্যায় তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন।

ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, আহতদের চিকিৎসায় সহযোগিতার অংশ হিসেবে ভারতের এই মেডিকেল দল পাঠানো হয়েছে। রোগীদের অবস্থা মূল্যায়ন করে তারা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।

এর আগে মঙ্গলবার রাতেই সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসে। বুধবার দুপুরে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটি বৈঠকে অংশ নেন। দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং চলছে। রোগীদের বর্তমান অবস্থা অনুযায়ী ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া সিএমএইচে ভর্তি আছেন আরও ২১ জন। সব মিলিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন দগ্ধ।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।