মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় এবার চীন থেকে একটি বিশেষজ্ঞ তদন্ত দল আসছে।
সোমবার (২৮ জুলাই) বিমান বাহিনীর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান এয়ার কমোডর শহীদুল ইসলাম। ঢাকার এভিয়েশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তিনি জানান, চীনা তদন্ত দলটি সরেজমিন তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করবে। তাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ শেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এ সময় এয়ার কমোডর শহীদুল আরও বলেন, ‘রাজধানীর নিরাপত্তা ও সামরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঢাকার ভেতরে বিমান ঘাঁটি থাকা প্রয়োজন। দেশের অপারেশনাল সক্ষমতা বজায় রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক কর্মকর্তা, এয়ার কমোডর মিজানুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পূর্বধারণা না করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবেদন আসার পরই আমরা সবকিছু জানাবো। কোনো তথ্য গোপন রাখা হবে না।’
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা এবং মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিল চীনের চেংডু এয়ারক্র্যাফ্ট করপোরেশনের তৈরি F-7 BGI, যা একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি প্রশিক্ষণ, নজরদারি ও আক্রমণাত্মক অভিযানে সক্ষম একটি আধুনিক ফাইটার জেট।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন