ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

সৌদির নজরে মেসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল-আহলি সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসিকে দলে ভেড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে এমন খবর প্রকাশ পেয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সি মেসি।

২০২২ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায় নেওয়ার পর সৌদি প্রো লিগে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও তখন মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

তবে চলতি বছরের ডিসেম্বরেই ইন্টার মিয়ামির সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে।

সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে আবারও দৌড়ে নেমেছে সৌদি ক্লাবগুলো। লেকিপের তথ্য অনুযায়ী, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল-আহলি কয়েক সপ্তাহ ধরেই মেসিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্থিক প্রস্তাবের বিস্তারিত এখনো জানা না গেলেও সৌদি কর্তৃপক্ষ মেসিকে দলে টানতে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

ইন্টার মিয়ামি অবশ্য চাইছে মেসিকে আরও এক মৌসুমের জন্য ধরে রাখতে। তবে আল-আহলির মতো প্রভাবশালী ক্লাবের আর্থিক ও পেশাদার প্রস্তাব এই প্রক্রিয়াকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিয়ামি। আর সেখানেই মেসির বর্তমান ক্লাব হেরে যায় তারই সাবেক ক্লাব পিএসজির কাছে।