ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

ভারত-পাকিস্তানকে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান যুক্তরাষ্ট্রের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৪০ এএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে উপনীত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা দুই পক্ষকেই অনুরোধ করছি, তারা যেন উত্তেজনা কমানোর একটি দায়িত্বশীল ও যুক্তিসঙ্গত পথ খুঁজে বের করে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। মধ্যস্থতা নিয়ে আলোচনার বিষয়টি জনসমক্ষে আনার উপযুক্ত সময় এখন নয়।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা, মার্কো রুবিও, ইতোমধ্যে পরিস্থিতি উত্তপ্ত না করতে দুই দেশকে আহ্বান জানিয়েছেন।

ট্যামি ব্রুস আরও বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমরা পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছি, যেন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়।’

পাকিস্তানের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান চায়, পহেলগাম ঘটনার বিষয়ে ভারত যেন একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে। আমরা চাই এই ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনা হোক। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সব ধরনের ন্যায়সঙ্গত প্রচেষ্টাকে সমর্থন করে।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। সহিংসতা নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানই একমাত্র পথ।’