ইসরায়েলে ‘এক টন’ কয়লাও রপ্তানি করতে চান না না লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযান পরিচালনা করায় ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবার সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।
পেত্রো ইসরায়েলের উদ্দেশ্যে কলম্বিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া সব কয়লাবাহী জাহাজ আটকের জন্য নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ এমন এক সময়ে এলো—যখন গত বছর পেত্রো সরকার ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করে একটি আনুষ্ঠানিক ডিক্রি জারি করেছিল। এই অবস্থান গাজার পরিস্থিতি নিয়ে কলম্বিয়ার তীব্র আপত্তির প্রতীক ছিল।
প্রেসিডেন্ট পেত্রোর অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার প্রশাসনের কিছু কর্মকর্তা ইসরায়েলে কয়লা রপ্তানির অনুমোদন দিয়ে সরকারি নীতিকে দুর্বল করেছেন। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজও তারা ইসরায়েলের উদ্দেশ্যে পূর্ণ একটি কয়লাবাহী জাহাজ ছেড়ে দিয়েছে। এটা আমার সরকারের প্রতি একটি চ্যালেঞ্জ। নৌবাহিনী ইসরায়েলের উদ্দেশে যাওয়া জাহাজগুলো বন্ধ করার লিখিত নির্দেশ পাবে।’ পরে তিনি আরও কঠোরভাবে ঘোষণা করেন, ‘এক টন কয়লাও কলম্বিয়া থেকে ইসরায়েলে যাবে না।’
পেত্রোর এই সাহসী পদক্ষেপ গ্লেনকোর এবং ড্রামন্ডের মতো বহুজাতিক খনিজ কোম্পানিগুলোর সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই কোম্পানিগুলো লাতিন আমেরিকার বৃহত্তম উন্মুক্ত কয়লা খনি সেরেজোন পরিচালনা করে। তারা দাবি করছে, তারা আগের রপ্তানি নিষেধাজ্ঞার আইনি ব্যতিক্রমগুলো মেনেই কাজ করছে। তবে পেত্রো বলছেন, অভ্যন্তরীণ প্রতারণা এবং করপোরেট চাপের কারণে বেআইনিভাবে কয়লা রপ্তানি চলছে। তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা আমাদের কথা না শোনে, তাহলে এই সরকার মিথ্যাবাদী।’