‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে জুলাই-আগস্টের উত্তাল সময় পেরিয়ে নবযাত্রায় মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে র্যালি, আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৬) দুপুর ১২টায় মাদারীপুর নতুন শহর সমন্বিত সরকারি অফিস ভবনের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মন।
রূপালী বাংলাদেশের মাদারীপুর জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা প্রতিনিধি সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, বাসস ও জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, লেখক ও ভূমি বিশেষজ্ঞ মো. মজিবর রহমান, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, রূপালী বাংলাদেশের শিবচর উপজেলা প্রতিনিধি বজলুর রহমানসহ অন্যরা।
আলোচনাসভায় বক্তারা বলেন, দৈনিক রূপালী বাংলাদেশ স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এই পত্রিকা আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

