টাঙ্গাইলের মধুপুরে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ মোকাবিলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক উদ্ধার প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ মহড়া করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহড়ার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “দুর্যোগ কখনো পূর্বাভাস দিয়ে আসে না, তাই প্রস্তুতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিয়মিত মহড়ার মাধ্যমে স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি এড়াতে দ্রুত নিজেকে রক্ষাসহ অন্যের উদ্ধার প্রচেষ্টায় ভূমিকা রাখতে পারবেন।”
মহড়ায় উপস্থিত ছিলেন: টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, ভবন থেকে বের হওয়ার সময় সতর্কতা, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত উদ্ধার ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত সবাইকে দিকনির্দেশনা দেন।
এতে নেতৃত্ব দেন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান আলী। তার নির্দেশনায় পরিচালিত মহড়ায় অংশ নেয় মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বিশেষ প্রশিক্ষিত দল। স্কুলশিক্ষার্থীরা তাদের কাছ থেকে ভূমিকম্পের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধুপুরের অন্যান্য প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ধাপে ধাপে এ ধরনের মহড়া পরিচালনা করা হবে।


