ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজশাহী ক্যাডেটের ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:১৯ পিএম
রাজশাহী ক্যাডেট কলেজের ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। ছবি- রূপালী বাংলাদেশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। তবে ব্যতিক্রম রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে অংশ নেওয়া ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আবদুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘কলেজ থেকে অংশ নেওয়া ৪৭ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।’

আবদুল করিম বলেন, ‘রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল একাডেমিক ঐতিহ্য। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই নয়, এখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও নিয়মিত খেলাধুলার সুযোগ রয়েছে।’

তিনি আরও জানান, সৃজনশীলতা বাড়াতে শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক নানা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়। এই ধারাবাহিকতা আগামীতেও যেন বজায় থাকে, সে জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।